hoihullor holidays

Annapurna Base Camp Tracking

Annapurna Base Camp Tracking

অন্নপূর্ণা বেইজ ক্যাম্প ট্রাকিং 

অন্নপূর্ণা, উত্তর-মধ্য নেপালে হিমালয়ের বিশাল অংশ । এটি পোখরা শহরের উত্তরে কালী (কালী গন্ডক; পশ্চিম) এবং মারস্যন্দি (পূর্ব) নদীর ঘাটগুলির মধ্যে প্রায় 30 মাইল (48 কিমি) দীর্ঘ একটি শৃঙ্গ গঠন করে। এটি আক্ষরিক অর্থে আপনাকে আট-হাজারের মুখোমুখি করে !যাঁরা পাহাড়কে ভালবাসেন, তাঁদের কাছে অন্নপূর্ণা বেস ক্যাম্প অন্যতম একটি আকর্ষণের জায়গা।বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য এবং সংস্কৃতির মধ্য দিয়ে একটি আশ্চর্যজনক পদচারণা, যা অত্যাশ্চর্য পর্বত দৃশ্য, সোপান মাঠ, বিচিত্র গুরুং গ্রাম এবং বিভিন্ন ধরণের উদ্ভিদ ও প্রাণীর সাথে সম্পূর্ণ। দেশ-বিদেশের বহু পর্বতারোহী দল এখানে আসেন। কাঠমান্ডু থেকে পোখরা হয়ে পাহাড়ি ট্রেক রুট চলে যায় অন্নপূর্ণা বেস ক্যাম্পেAnnapurna Base Camp Tracking.

Thank you for reading this post, don't forget to subscribe!

গন্তব্য: হিমালয় কন্যা নেপাল 

ইভেন্ট_ফি:

কাঠমুন্ডু টু কাঠমুন্ডু, এয়ার ফেয়ার ছাড়া
জনপ্রতি ৩৫০ ইউএস ডলার
নোট: পোর্টার নিলে অতিরিক্ত ৫০ ডলার দিতে

বুকিং মানি: ৫০% জনপ্রতি (ফেরত যোগ্য নয়)

ব্যাংক_একাউন্ট:

227 11000 14663
HOIHULLOR HOLIDAYS
Dutch Bangla Bank Ltd (Tejgoan Branch)
BKash/Nagad/Rocket: 01911060900

ভ্রমণের স্থান:

কাঠমুন্ডু, পোখরা, মাচাপুচেরে এবং অন্নপূর্ণা বেইজ ক্যাম্প।

প্যাকেজে থাকছে:

-কাঠমুন্ডু থেকে সকল প্রকার যানবাহন খরচ।
-প্রতিদিন ৩ বেলা মূল খাবার (ট্রেক চলাকালিন সময় ভেজ খাবার)
-গাইড
-কাঠমান্ডু ও পোখরায় স্টান্ডার্ড মানের হোটেলে ১ রুমে ২ থেকে ৪ জন শেয়ারিং একোমোডেশন, ট্রেকের সময় টি হাউজ ও কটেজে থাকার ব্যাবস্থা

প্যাকেজে থাকছে না:

-প্লেন ফেয়ার
-রুট পারমিট
-হেলথ ইনস্যুরেন্স (যদি লাগে)
-পার্ক বিনোদন এবং রাইডের টিকেট
-কোন প্রকার রেস্কিউ খরচ
-পোর্টার খরচ
-উপরে উল্লেখিত নয় এমন কোন খরচ

ইমার্জেন্সি ও এক্সিডেন্টাল টার্ম:

আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে টিম লিডার সবার সাথে আলোচনা করেই পরবর্তী করনীয় ঠিক করবেন। ট্রেক আইটিনারি পরিবর্তন বা দুর্যোগকালীন পরিস্থিতিতে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।

নোট: কারো পোর্টার দরকার হলে ব্যবস্থা করা যাবে 

প্রয়োজনীয় কাগজপত্র যা যা অবশ্যই সাথে নিতে হবে:

যেহেতু নেপাল ভ্রমণে বাংলাদেশী নাগরিকদের জন্য অন এরাইভাল ভিসা এবং বছরে প্রথমবার তা একদম ফ্রি। সার্কভুক্ত দেশসমুহের নাগরিকদের জন্য বছরে প্রথমবার কোন ভিসা ফি লাগবে না, অর্থাৎ একই বছর দ্বিতীয়বার ভ্রমনের জন্য ভিসা ফি লাগবে। ভিসা ফি 25$ USD. কি কি পেপারস সাথে নিতে হবে এটা পরে জানিয়ে দিবো পোস্ট দিয়ে।
-ডাবল ডোজ কোভিড ভ্যাক্সিন সার্টিফিকেট।

যেসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে:

-একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
-ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা সাপেক্ষে সমাধান করতে হবে।
-অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
-স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।

ভ্রমণ বিস্তারিত:

প্রথম দিন: সকাল ৭টায় এয়ারপোর্টে রিপোর্টিং,সকাল ১০টায় টেইক অফ করে আনুমানিক ১২টায় কাঠমান্ডু পৌঁছে থামেলে প্রয়োজনীয় শপিং শেষ করে রিজার্ভ জিপ নিয়ে পোখারা গিয়ে রাত্রি যাপন।

দ্বিতীয় দিন: সকালে ব্রেকফাস্ট করে টুরিজম বোর্ড থেকে পারমিশন নিয়ে , জিপ নিয়ে আমরা চলে আসবো ঝিনু ডান্ডা সেখান থেকে ২ ঘণ্টা আপহিল ট্রেকিং করে চলে আসবো চমরং। চমরং রাত্রি যাপন।

তৃতীয় দিন: খুব ভোরে ট্রেকিং শুরু করে আমরা চলে আসবো আপার সিনুয়া, সেখান থেকে ব্যাম্বো হয়ে আমরা চলে আসবো দোভান এবং সেখানেই রাত্রি যাপন। Annapurna Base Camp Tracking.

চতুর্থ দিন: পরের দিন দোভান থেকে দেউড়ালি হয়ে আমরা চলে আসবো এমবিসি এবং রাত্রি যাপন। 

পঞ্চম দিন: খুব ভোরে আমরা ট্রেকিং করে চলে আসবো অন্নপূর্ণা বেইজ ক্যাম্প, সকালের প্রথম আলোতে আমরা অন্নপূর্ণা পাহাড়ের সৌন্দর্য অবলোকন করবো। বেসক্যাম্প ট্রেক কমপ্লিট করে নাস্তা সেরে আমরা আবার আপার সিনুয়া চলে আসবো মোট ৬-৭ ঘণ্টার ট্রেক। এই দিন অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক কমপ্লিট করার সেলিব্রেশন পার্টি হবে। Annapurna Base Camp Tracking.

ষষ্ঠ দিন: আপার সিনুয়া থেকে চমরং হয়ে আমরা ঝিনু নেমে আসবো মোটামুটি ৫ ঘন্টার ট্রেক। পরবর্তীতে জিপ গাড়ি নিয়ে আমরা পোখারা চলে আসবো। পোখারাতে রাত্রিযাপন।

সপ্তম দিন: সম্পূর্ণ দিন আমরা পোখারার থাকবো, এই দিন আপনার ইচ্ছে করলে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবেন (প্যারাগ্লাইডিং, বাঞ্জি জাম্পিং, রাফ্টিং ইত্যাদি)। রাতের বাসে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা।

অষ্টম দিন: সারাদিন কাঠমান্ডুতে রিলাক্স এবং ঘোরাফেরা, থামেল থেকে আপনাদের পরিবার এবং বন্ধু-বান্ধবদের উপহার দেওয়ার জন্য শপিং করতে পারবেন। এই দিনটা আমাদের সম্পূর্ণ রিলাক্সিং যাতে করে লম্বা ট্রেকের শারীরিক ধকলটা আমরা কাটিয়ে উঠতে পারি। কাঠমান্ডুতে রাত্রি যাপন। 

নবম দিন: সকালে উঠে হোটেল চেক আউট করে চলে আসব এয়ারপোর্ট,, ১২ টায় ফ্লাইটে ঢাকা চলে আসবো ইনশাআল্লাহ।

-বিশেষ দ্রষ্টব্য : নির্দেশনা & শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে।

hoihullor holidays
01678011634 | 01911911905 | 01911060900
Office: Ka-200, S-12, Vhai Vhai Market, Amtola, Khilkhet, Dhaka-1229