
Bandarban City Tour
বান্দরবান সিটি ভ্রমণ
বাংলাদেশের পার্বত্য জেলার মধ্যে বান্দরবান জেলা একটি। পার্বত্য জেলা হওয়ার কারণে ভৌগলিক ভাবে বান্দরবানে অনেক প্রাকৃতিক সম্পদ অনেক। পাহাড়, নদী ও ঝর্ণার মিলনে অবর্ণনীয় সুন্দর বান্দরবান। দর্শনীয় স্থান সমূহ: মেঘলা পর্যটন কমপ্লেক্স, চিম্বুক, শৈল প্রপাত, প্রান্তিক লেক, বগালেক, কেওক্রাডং, তজিংডং, মিরিঞ্জা, রিজুক জল প্রপাত, নীলাচল পর্যটন কেন্দ্র, নীলগিরি, স্বর্ণমন্দির, ক্যওজাদি পাহাড়, আলীর সুড়ঙ্গ, তিন্দু পাথর ছড়া, রাইংখং পুকুর। নীলগিরি সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ ফুট উপরে অবস্থিত। নীলগিরি থেকে মেঘের ভিউ পাওয়া যায়। নীলগিরি বান্দরবান (Bandarban City Tour) শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। নীলাচল বান্দরবানের অন্যতম পর্যটন স্থান। নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ ফুট উপরে অবস্থিত। নীলাচল থেকে এক নজরে বান্দরবান শহর দেখা যায়। নীলাচল থেকে কক্সবাজারের সমুদ্র সৈকতের ভিউ দেখা যায়। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবান জেলা শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। শৈলপ্রপাত ঝর্ণার পানি স্বচ্ছ ও ঠান্ডা। প্রতি বছর লাখো পর্যটক বান্দরবনের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। হৈ-হুল্লোড় হলিডেজ নিয়মিত বান্দরবান (Bandarban City Tour) ট্যুরের আয়োজন করে থাকে।
Thank you for reading this post, don't forget to subscribe!গন্তব্য: বান্দরবান
থাকার_ব্যবস্থা : নাই
ভ্রমনের_ধরন: রিলাক্স ও অ্যাডভেঞ্চার
ভ্রমণ_খরচ:
ঢাকা-বান্দরবান -ঢাকা | ৩ রাত ২ দিন
২ ০০০ জনপ্রতি
ঢাকা-বান্দরবান -ঢাকা নন এসি বাস
শিশু_পলিসি: আলোচনা করে।
বুকিং_মানি: ৫০℅ (অফেরৎযোগ্য)
ব্যাংক_একাউন্ট:
227 11000 14663
HOIHULLOR HOLIDAYS
Dutch Bangla Bank Ltd (Tejgoan Branch)
বান্দরবানের ভ্রমণের স্থান:
-নীলগিরি।
-নীলাচল।
-ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট।
-মেঘলা পযটন কেন্দ্র।
-চিম্বুক পাহাড়।
-স্বর্ণমন্দির।
-মেঘলা পর্যটন কেন্দ্র
(সব লোকেশন খোলা থাকা ও সময় সাপেক্ষে দেখা হবে)
বান্দরবান ভ্রমণ প্যাকেজে অন্তর্ভূক্ত:
-যাওয়া আসার রিজার্ভ নন এসি বাস।
-স্পট ভ্রমনের জন্য জীপ গাড়ি রিজার্ভ।
-১ দিনের ২ বেলা খাবার।
-সকল এন্ট্রি ফি
-গাইড
বান্দরবান ভ্রমণ প্যাকেজে অন্তর্ভূক্ত নয়:
-যাতায়াতের সময় হাইওয়ে তে যেকোনো খাওয়া দাওয়ার খরচ।
-ফেরার দিনের রাতের খাবার।
-যে কোন ধরনের ব্যাক্তিগত খরচ।
-আমরা উল্লেখ করিনি এমন কোনো খরচ।
খাবার:
সকালের নাস্তা: পরোটা+ডিম ভাজি+সবজি+চা
দুপুরের খাবার: সাদা ভাত+চিকেন+সবজি+ডাল +সালাত।
খাবারের মান মানসম্মত হবে।
বিস্তারিত:
সায়দাবাদ থেকে রাতের বাসে রওনা হবো বান্দরবানের উদ্দেশ্যে।
প্রথম দিন: বান্দরবানে সকালের নাস্তা সেরে আমরা রিজার্ভ করা চান্দের গাড়ি করে প্রকৃতির অপার সৌন্দর্য, রূপ-লাবন্য ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর নয়নাভিরাম মেঘের রাজ্য বান্দরবানের নীলগিরি তে চলে যাবো। আসার সময় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ও মিলনছড়ি ভিউ পয়েন্ট ঘুরবো চিম্বুক সূর্যদয় দেখবো তার পর চলে আসবো চিম্বুক পাহাড়ে, এখানে কিছু সময় দিয়ে আবার চলে আসবো শৈলপ্রপাত তার পর আমরা দুপুরের খাবার শেরে নিবো।খাবার খেয়ে চলে যাবো মেঘলা তে, বিকাল এর বাকিটা সময় আমরা নীলাচলে কাটাবো। ইনশাল্লাহ সন্ধ্যার পরে বান্দরবান এসে যে যার মত কেটাকাটা ও রাতের খাবার সেরে বাসে উঠে যাবো। (Bandarban City Tour)
পরের দিন সকাল ছয়টার মধ্যে ঢাকা থাকবেন ইনশাল্লাহ।
বিশেষ দ্রষ্টব্য : নির্দেশনা & শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে।
hoihullor holidays
01712532846 | 01911060900 | 01911911905
Office: Ka-200, Shop-12, Vhai Vhai Market, Amtola, Khilkhet, Dhaka -1229