Bogalake Keukradong Tour
বগালেক | কেওক্রাডং | ট্রাকিং
Bogalake Keukradong Tour
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশের সবচাইতে সুন্দর লেক হিসেবে খ্যাত বগালেক, এর বিশেষত্ব হচ্ছে এটা পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি লেক এবং এই লেকের স্বচ্ছ পানির রং বদলায়, স্বচ্ছ পানির রং বদলানোর কারণ আবিষ্কার হয়নি তবে বিভিন্ন জনে বিভিন্ন রকমের ধারণা পোষণ করেন। পঞ্চম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩১৭২ ফুট । কেওক্রাডং পাহাড়ে (Bogalake Keukradong Tour) বম উপজাতির বসবাস। হৈ-হুল্লোড় হলিডেজ টিম যাচ্ছে পাহাড়িদের লাইফ স্টাইল দেখতে, লেক ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে । ৪ রাত ৩দিনের এই ট্রিপে থাকবে ভরপুর এ্যাডভেঞ্চার আর চিল করার সুযোগ। আগ্রহী সবাই অংশগ্রহণ করতে পারবেন।
গন্তব্য: বগালেক | কেওক্রাডং
-ভ্রমনের ধরন: ট্রেকিং ও অ্যাডভেঞ্চার
ভ্রমণ শুরু: ২৮ ডিসেম্বর ২০২৩ রাত ১০ টা
ভ্রমণশেষ: ৩১ ডিসেম্বর ২০২৩ সকাল ৬ টা
খরচ:
-ঢাকা-বগালেক-কেওক্রাডং-ঢাকা | ৪ রাত ৩ দিন
-জনপ্রতি ৮৫০০
-বুকিং মানি: জনপ্রতি ৫০% (ফেরত যোগ্য নয়)
ব্যাংক একাউন্ট:
227 11000 14663
HOIHULLOR HOLIDAYS
Dutch Bangla Bank Ltd (Tejgoan Branch)
BKash/Nagad/Rocket: 01911 060900
ভ্রমণ করব:
-বগালেক,
-কেওক্রাডং,
-চিংড়ি ঝর্না,
-রিঝুক ঝর্না, (সময় সাপেক্ষে)
-রুমাবাজার,
-কমলাবাজার,
-দার্জিলিং পাড়া, বান্দরবন
-নীলাচল
যা যা থাকছে
-ঢাকা -বান্দরবন- ঢাকা নন এ/সি চেয়ার কোচ বাস
-সকালের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুরের খাবার পর্যন্ত ৮ বেলা খাবার
-বগালেক কটেজে ১রাত থাকা
-কেওক্রাডং কটেজে ১রাত থাকা
-চান্দের গাড়ি ও বাসের ভাড়া (আভ্যন্তরীণ)
-স্থানীয় গাইড খরচ
-আর্মি ক্যাম্পে ফর্ম খরচ
যা যা ভ্রমণের মধ্যে থাকছে না:
-বাসের যাত্রা বিরতির খাবার
-ব্যক্তিগত খরচ
-প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধের , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ), সড়ক দুর্ঘটনা ইত্যাদি কারণে যদি ইভেন্ট খরচ বৃদ্ধি পায় কোন খরচ সকলে মিলে তাৎক্ষণিক ঘটনাস্থলেই বহন করতে হবে।
-প্রয়োজনীয় ঔষধ
খাবার মেন্যু: খাবারের মান যতটা ভাল করা যায় চেষ্টা করা হবে (পাহাড়িদের খাবার যে সিস্টেম সেভাবেই হবে)
যা যা সাথে নিতে হবে:
-ট্যুরে যার ব্যাগ যত বেশি হাল্কা সে তত বেশি রিল্যাক্সে ঘুরতে পারে
-অবশ্যই ভোটার আইডি কার্ড ও ভোটার আইডির ফটোকপি সঙ্গে নিবেন। (৫ কপি)
-শুকনা খাবার (খেজুর, বিস্কিট, পানির বোতল)
-সানগ্লাস, ছাতা,গামছা, ব্রাশ, প্রয়ােজনীয় ঔষধ, হ্যাট / ক্যাপ, পাওয়ার ব্যংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না), ক্যামেরা ও এক্সট্রা ব্যাটারি, সেল্ফি স্টিক, পলি ব্যাগ, ওডোমাস ক্রিম, পাহাড়ে উঠার মত কেডস, সেন্ডেল, টর্চ লাইট ও পানির বোতল।
-অন্যান্য প্রয়োজনীয় জিনিস সাথে রাখতে হবে।
বুকিং-এর পুর্বে জানা প্রয়োজন :
-এটি একটি ট্রেকিং ট্রিপ। এখানে হাটতে হবে অনেক। বগালেক থেকে কেওক্রাডং উঠতে ৪-৫ ঘন্টা লাগতে পারে হাটার উপর নির্ভর করে।
-আপনাকে মোবাইল নেটওয়ার্কের এর বাইরে থাকতে হবে এক দিনেরও বেশি সময়।
-এখানে তিন বেলা খাবার পাবেন, কোন দোকান থাকবে না, যেগুলো আছে সেখানেও খুব সামান্য জিনিসপত্র পাওয়া যায়। তাই নিজের ব্যাগ এ কিছু শুকনা খাবার রাখবেন।
-NID এর ফটোকপি নিতে হবে
-পার্বত্য অঞ্চল বাংলাদেশের মধ্যে থেকেও বাংলাদেশ সরকারের অনেক নিয়ম আইন সেখানে ব্যাতিক্রম
ভ্রমণ বিস্তারিত:
ঢাকা থেকে রাতের বাসে বান্দরবান উদ্দেশ্য যাত্রা।
প্রথম দিন: বান্দরবান নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেবো। নাস্তা শেষ করে বান্দরবান থেকে বাসে করে রূমা বাজার। সেখান থেকে আর্মির প্রসিডিউর শেষ করে স্থানীয় অভিজ্ঞ গাইড নিয়ে গাড়িতে বগালেক।লেকের পানিতে মগ পদ্ধতিতে গোসল করা যাবে।ডিনার করে বগালেকে রাত্রিযাপন প্রথম রাত।
দ্বিতীয় দিন: সকালে নাস্তা সেরে ৭ টার মধ্যে কেওক্রাডং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে।এইদিন মূলত হাঁটতে হবে ৪-৫ ঘন্টা।রাস্তায় দেখব চিংড়ি ঝর্ণা আর পাহাড়ের ভিউ। চেষ্টা থাকবে দুপুরের খাবার কেওক্রাডং এ করার নয়ত দার্জিলিং পাড়ায়, যা মিলবে দোকানে তাই লাঞ্চ। বিকালে গ্রুপ ছবি তুলব কেওক্রাডং এর চূড়ায়। রাত কাটবে চূড়াতে, ভালো শীত লাগবে কিন্তু রাতে।
তৃতীয় দিন: সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দার্জেলিং পাড়ায় এসে সকালের নাস্তা। এরপর বগা লেকের উদ্দেশ্যে যাত্রা। বগালেক যাত্রা বিরতি দিয়ে রুমা এসে লাঞ্চ করবো। তারপর বান্দরবানের উদ্দেশ্যে রওয়ানা। ডিনার করে বাসে উঠে যাবো।
ইনশাআল্লাহ পরের দিন খুব ভোরে ঢাকায় থাকবো।
-বিশেষ দ্রষ্টব্য : নির্দেশনা & শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে।
hoihullor holidays
01678011634 | 01911911905 | 01911060900
Office: Ka-200, S-12, Vhai Vhai Market, Amtola, Khilkhet, Dhaka-1229