Chor Kukri Mukri Camping
চর কুকরি মুকরি এবং ঢালচর ক্যাম্পিং
দ্বীপের কন্যা খ্যাত ভোলার অনিন্দ্য সুন্দর এক দ্বীপ হল চর কুকরি মুকরি। এই দ্বীপটি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত ভোলার দক্ষিণে অবস্থিত একটা ছোট দ্বীপ। সাগর-নদী-ম্যানগ্রোভ বনের সৌন্দর্য এক সাথে উপভোগ করতে চাইলে চর কুকরী মুকরীই সেরা জায়গা বলে মনে করি। এখানে বানর, হরিণ, শিয়াল, সাপ আরো অনেক কিছুই দেখতে পাবেন বনের ভিতরে যেতে পারলে। চরকুকরী মুকরীতে পর্যটন স্পট আছে মনুয়া বাজার ও তার ওপারের বন, নারকেল বন, ওয়াচ টাওয়ার, চেয়ারম্যানের ঘের ও বড় একটা বনের মধ্য দিয়ে নতুন তৈরী রাস্তা।এখানে ঘুরতে হলে বাইকেই ঘুরতে হয়।আর কখনো কখনো নৌকায়। দু’টো দিন যদি শহরের কোলাহল ছেড়ে সাগর বেষ্টিত বন্য পরিবেশের হাতছানি পেতে চান তাহলে চরকুকরী মুকরী উল্লেখযোগ্য স্থান বলে বিবেচিত হবে। Chor Kukri mukri & Dal Chor Camping
Thank you for reading this post, don't forget to subscribe!-গন্তব্য: চর কুকরিমুকরি এবং ঢালচর
-ভ্রমন: ঢাকা-চর কুকরি মুকরি-ঢাকা | ৪ রাত ৩ দিন
সদরঘাট থেকে
ইভেন্ট ফি:
-৬৫০০জনপ্রতি-কেবিনে ১/৪ বেসিসে যাতায়াত
-৬০০০ জনপ্রতি-লঞ্চের ডেকে যাওয়া ও আসা
নোট: কেউ ব্যক্তিগত কেবিন নিতে চাইলে আগেই জানাতে হবে এবং অতিরিক্ত খরচ দিতে হবে।
-বুকিং মানি: ৩০০০ (ফেরত যোগ্য নয়)
-ব্যাংক একাউন্ট:
227 11000 14663
HOIHULLOR HOLIDAYS
Dutch Bangla Bank Ltd (Tejgoan Branch)
BKash/Nagad/Rocket: 01911060900
ভ্রমণ করব:
-চর কুকরি-মুকরি।
-ঢাল চর।
-তাড়ুয়া বীচ ।
প্যাকেজে থাকছে:
-সকল প্রকার যাতায়াত খরচ
-৯ বেলা খাবার
প্যাকেজে থাকছে না:
-কোনো প্রকার ব্যক্তিগত খরচ ।
-মেডিসিন
-প্যাকেজে নাই এমন কোন খরচ
পরামর্শ ও সতর্কতা.
-এটা চর এলাকা তাই গাড়ির কোন ব্যবস্থা নেই। যাদের হাটার অভ্যাস নেই বা হাটায় অনিহা তারা এখানে না আসাই ভাল।
-হরিণ শিকার থেকে বিরত থাকুন এটা দণ্ডনীয় অপরাধ।
-স্থানীয়দের সাথে ভাল ব্যবহার করুন। Chor Kukri mukri & Dal Chor Camping
-বিদ্যুতের কোন ব্যবস্থা নেই তাই প্রচুর পাওয়ার ব্যাংক সাথে রাখুন।
-নদীতে সাঁতার কাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।
-গ্রামীন ও টেলিটক এর নেটওয়ার্ক ভাল তাই এই দুই অপারেটর এর সিম ব্যবহার করতে পারেন।
সাথে নেয়া উচিত:
-নিজের জন্য তাবু , হ্যামক এবং ক্যাম্পিং করার জন্য অন্যান্য সামগ্রী ।
-ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
-মশা থেকে বাঁচার জন্য অডোমস Chor Kukri mukri & Dal Chor Camping
-গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
-সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
-ব্রাশ
-প্রয়োজনীয় ঔষধ
-লাইট
-মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য)
-ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
-চার্জের জন্য পাওয়ার ব্যাংক
-নোট: ট্র্যাকিং/হাটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন কিসমিস,বাদাম, খেজুর রাখবেন। সাথে নিজের পানির বোতল নিজেকেই বহন করতে হবে।
বিবরণ:
সদরঘাট থেকে লঞ্চ এর কেবিনে শেয়ার ১/৪ বেসিসে অথবা ওপেন ডেকে করে যাবো ঘোষের হাট ,লঞ্চ ছাড়বে বৃহস্পতিবার বিকেল ০৭:৩০ এ
প্রথম দিন: লঞ্চ থেকে ঘোষের হাট নেমে ট্যেম্পু/ অটোতে করে কচ্ছপিয়া ঘাট থেকে ট্রলার রিজার্ভ করে চর কুকরি-মুকরি । ঘাটে নেমে বাজারে দুপুরের খাবার শেষ করে নারিকেল বাগান চলে যাব । এইখানেই তাবু খাটানো হবে ।
-Breakfast+Lunch+Dinner
দ্বিতীয় দিন: সকালে নাস্তা করে ট্রলার রিজাভ করে আমারা বেরিয়ে পরব আশে পাশের চর ভ্রমণে। লিস্টে আছে ঢাল চর এবং তাড়ুয়া বীচ । খুজে নেব তৃণভূমি, সেটি হয়ে উঠবে সেদিনের জন্য আমাদের ফুটবল মাঠ, খেলা চলবে।আমারা ঢালচরে তাবু খাটাবো। রাতে হবে ফায়ার ক্যাম্প ঘিরে গানের আসর। মধ্যরাতে একসাথে ফানুশ উড়াবো। Chor Kukri mukri & Dal Chor Camping
-Breakfast+Lunch+Dinner
তৃতীয় দিন: ভোরে উঠে নৌকায় করে ফিরব কচ্ছপিয়ায় এরপর ঘোষের হাট থেকে বিকেলের লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রউনা হব,পরের দিন ভোরে ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।
-Breakfast+Lunch+Dinner
নোট:উপরের প্ল্যান সেখানে গিয়ে পরিস্থিতির সাথে পরিবর্তন বা পরিবর্ধন হতেই পারে, তবে সবাইকে অবগত করে সবার সাথে আলোচনা করেই হবে সেই পরিবর্তন বা পরিবর্ধন
বিশেষ দ্রষ্টব্য : নির্দেশনা & শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে।
hoihullor holidays
01678011634 | 01911911905 | 01911060900
Office: Ka-200, Shop-12, Vhai Vhai Market, Amtola, Khilkhet, Dhaka -1229