MV Rajarhat cruise
নৌ-রুটে কলকাতা ভ্রমণ
এম ভি রাজারহাট | MV Rajarhat cruise
Thank you for reading this post, don't forget to subscribe!কলকাতার পূর্বনাম কলিকাতা, হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী। অনেক প্রাচীন শহর মধ্যে ইতিহাস ঐতিহ্য নিয়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে তাদের মধ্যে অন্যতম হল কলকাতা। ব্যস্ত, প্রাণোচ্ছল এই শহরের আরেক নাম ‘সিটি অব জয় (city of joy). এম ভি রাজারহাট | MV Rajarhat cruise
পরবর্তী ট্রিপ সমূহ:
ঢাকা থেকে যাত্রা করবে
কলকাতা থেকে রিটার্ন
ঢাকা থেকে জাহাজ ছাড়ার সময়: সকাল ১০.০০ ঘটিকা।
ঢাকা থেকে জাহাজ ছাড়ার স্থান: কার্নিভাল ক্রুজ ফেরীঘাট, হাসনাবাদ (পোস্তগোলা ব্রীজের নীচ থেকে)
কলকাতায় জাহাজ পৌছানোর সময়:
-সকাল ১০.০০ ঘটিকা। (সম্ভাব্য)
কলকাতায় জাহাজ পৌঁছানোর স্থান: পুলিশ জেটি ঘাট, হাওড়া, কলকাতা।
রুট:
ঢাকা (হাসনাবাদ কার্নিভাল ফেরীঘাট)-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী- মোরেলগঞ্জ-মংলা(সুন্দরবন)-আংটিহারা-হেমনগর(ভারত)-বালি(সুন্দরবন)-ভগবতপুর-নামখানা-ডায়মন্ড হারবার-কোলকাতা পুলিশ জেটি।
যাত্রী নিরাপত্তা ব্যবস্থা: পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন ব্যবস্থা ও দক্ষ আনসার বাহিনী।
ভ্রমনকালীন সময় খাবার ব্যবস্থা: জাহাজে ২টি মানসম্মত ক্যান্টিন রয়েছে ভ্রমনকারীগন নিজ খরচে সেখান থেকে পছন্দমত খাবার খেতে পারবেন।
ভ্রমনকারীর প্রয়োজনীয় কাগজপত্র:
-ভারতীয় ভিসা সম্বলিত পাসপোর্ট (ভিসার মেয়াদ কমপক্ষে ১৫ দিন,
-জাতীয় পরিচয় পত্রের কপি
-করোনা ভ্যাক্সিন সার্টিফিকেট
ব্যাগেজ ও মালামাল পলেসি:
-কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে প্রতি টিকেটের সাথে ৪০ কেজি বহন করতে পারবেন।
-অতিরিক্ত প্রতি কেজির জন্য ১০০ টাকা হারে প্রদান করতে হবে। এম ভি রাজারহাট | MV Rajarhat cruise
(মালামালের সকল বৈধতার ও কাস্টমস চার্জ যাত্রীকে বহন করিতে হবে)
-চিকিৎসা: সার্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার ভ্রমনকালীন সময়ে জাহাজে অবস্থান করবেন।
-বিনোদন: দাবা, ক্যারম, লুডু ও লাইভ মিউজিক
-ওজন ও মালামাল: কাষ্টমের অনুমোদিত মালামাল জনপ্রতি ৪০ কেজি প্রতি টিকেটের সাথে বহন করতে পারবেন
ওয়ান ওয়ে ভাড়ার তালিকা:
৪০% মূল্য ছাড়ে (সীমিত সময়ের জন্য প্রযোজ্য )
ডিসকাউন্টের পর ভাড়ার তালিকা:
-সিঙ্গেল স্লিপার: ৬,০০০ (একজনের জন্য প্রযোজ্য)
-ডাবল স্লিপার:১০,০০০ (দুইজনের জন্য প্রযোজ্য)
-সিঙ্গেল কেবিন:১২,০০০ (একজনের জন্য প্রযোজ্য)
-ডাবল কেবিন: ২০৪০০ (দুইজনের জন্য প্রযোজ্য)
-ফ্যামিলি কেবিন: ২৫২০০ (দুইজনের জন্য প্রযোজ্য)
-ভিআইপি কেবিন: ৩০০০০ (দুইজনের জন্য প্রযোজ্য)
-প্রিমিয়াম ভিআইপি কেবিন: ৫০৪০০ (দুইজনের জন্য প্রযোজ্য)
-ফ্যামিলির কেবিনের সাথে ১০ বছরের কম বয়সের ২ জন সন্তানের টিকিট ফ্রি।
hoihullor holidays
01678011634 | 01911911905 | 01911060900
info@hoihullorholidays.com
Office: Ka-200, S-12, Vhai Vhai Market, Amtola, Khilkhet, Dhaka-1229