পানাম সিটি, তাজমহল, পিরামিড, লোক ও কারুশিল্প যাদুঘর ভ্রমন
Panam City & Sonargaon Day Long Tour
গন্তব্য: সোনারগাঁও, নারায়ণগঞ্জ
ভ্রমন খরচ
৩০০০ জনপ্রতি
শিশু পলিসি :
– শূন্য থেকে তিন বছর পর্যন্ত ফ্রি
– চার থেকে ১দশ বছর পর্যন্ত বছর পর্যন্ত ২৫০০
– ১০ বছরের উপরে হলে অ্যাডাল্ট হিসেবে গণ্য হবে
প্যাকেজে অন্তর্ভুক্ত
– আসা যাওয়া এসি গাড়ী। (HAICE/Tourist bus)
– সকালের নাস্তা।
– দুপুরের খাবার।
– বিকালের নাস্তা।
– সকল এন্ট্রি ফি।
– দক্ষ গাইড
প্যাকেজে অন্তর্ভুক্ত নয়
– উল্লেখ্য নাই এমন কোন কিছুর খরচ।
– কোন ব্যাক্তিগত খরচ।
ভ্রমণের বিবরন
সকালে নাস্তা সেরে চলে যাবো সোনারগাঁও নারায়ণগঞ্জের বাংলার তাজমহল-পিরামিড,দেখে যাবো লোক ওকারুশিল্প যাদুঘর , সেখানে নৌকা ভ্রমন করতে পারবেন ও বিভিন্ন 🎡রাইডে ও উঠতে পারবেন (খরচ নব্যক্তিগত )তারপর লাঞ্চ করে যাবো পানাম সিটি সেখানে ঘুরে ঢাকার উদ্যেশে যাত্রা করবো।
ভ্রমণ স্পট
– তাজমহল
– পিরামিড
– লোক কারুশিল্প যাদুঘর
– পানাম সিটি
খাবার
– সকালের নাস্তা – পরটা,ডিম,সবজি,চা
– দুপুরে – ভাত,সবজি,ভর্তা, মাছ ,ডাল,সালাদ, পানি/ কাচ্চি বিরিয়ানি(যে যেটা খান)
– বিকাল – হালকা নাস্তা, পানি।
ভ্রমণ নির্দেশিকা
– আগে বুকিং দিলে আগে সিট পাবে ভিত্তিতে বাসের সিট প্রদান করা হবে করা হবে । এটা নিয়ে কোন আপত্তি করা যাবে না।
– বুকিং এর টাকা অফেরৎযোগ্য নয়।(বুকিং দেওয়ার পর কোন অনিবার্য কারণবশত যদি যেতে না পারেন, সে ক্ষেত্রে ফিক্সড টাকা খরচ হয়ে থাকলে, ফিক্সড খরচ কর্তন করে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে, যদি ফিক্সড টাকা খরচ না হয়ে থাকে তাহলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
– ভ্রমণের ছোটখাটো সৃষ্ট সমস্যাগুলো মেনে নিতে হবে। পরস্পরের সাথে মানিয়ে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে।সর্বোপরি একটি ভ্রমণপিয়াসু মন থাকতে হবে।
– পরিবেশের ক্ষতি হয় এমন যেকোন কাজ থেকে বিরত থাকুন।
– কোন প্রকার মাদকদ্রব্য ও অবৈধ পণ্য বহন করা যাবে না।মাদকদ্রব্য ও অবৈধ পণ্য বহনের কারণে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তার দায় বহনকারী ব্যক্তি কে নিতে হবে। সৃষ্ট অনাকাঙ্ক্ষিত দায় কোনোভাবেই ট্যুরিজম কোম্পানি হই-হুল্লোড় নিবেনা।
– ধূমপান করে না এমন কারো সামনে ধূমপান করা যাবে না
– অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে হতে পারে সেটা সবাইকে মেনে নিতে হবে এবং সিদ্ধান্ত আমরা সকলে মিলে ঠিক করবো।
– মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যাবস্থা নেয়া হবে।
-সময়ের বেপারে সকলকে সচেতন থাকতে হবে। কোন একটি জায়গায় ঘুরে দেখা বা অন্যান্য প্রয়োজনে খুব বেশি সময় নেয়া যাবে না ।
– অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।
– দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
– বিশেষ দ্রষ্টব্য : নির্দেশনা & শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে।
hoihullor holidays
01712532846 | 01911060900 | 01911911905
Office: Ka-200, S-12, Vhai Vhai Market, Amtola, Namapara, Khilkhet, Dhaka-1229